টেলরের বিদায়ের পর গুটিয়ে গেল জিম্বাবুয়ে


Bangladesh-vs-Zimbabweহারারে টেস্টে জিম্বাবুয়ের পক্ষে প্রায় একাই লড়াই চালিয়েছেন অধিনায়ক ব্রেন্ডন টেলর। ডানহাতি এই ব্যাটসম্যানের বাধা পেরোতেই গলদঘর্ম হতে হয়েছে বাংলাদেশের বোলারদের। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ব্রেন্ডন টেলর সাজঘরে ফিরলেন। তখন দলের সংগ্রহ ৩৪৪ রান। অধিনায়ক সাজঘরে ফিরলে জিম্বাবুয়েকে গুটিয়ে দিতে বেশি সময় লাগেনি বাংলাদেশি বোলারদের। স্বাগতিকরা প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৮৯ রান করেছে।
দ্বিতীয় দিনের শুরুতে দারুণ কার্যকর বোলিং করে জিম্বাবুয়েকে চাপে রেখেছিলেন দুই পেসার রবিউল ইসলাম ও রুবেল হোসেন। এরপর গ্রায়েম ক্রেমারকে নিয়ে ১০৬ রানের জুটি গড়ে চাপ সামলে ওঠেন টেলর। শেষপর্যন্ত দুইজনকেই ফিরিয়ে ব্রেকথ্রু আনেন সোহাগ গাজী ও এনামুল হক জুনিয়র।
ব্যক্তিগত ১৭১ রানে সাজঘরে ফেরার আগে টেস্টে একহাজার রানের মাইলফল অর্জন করেন টেলর। এর আগে ক্রেমার ৪২ রানে গাজীর কাছে উইকেট বিলিয়ে দেন।
টেলর মাঠ ছাড়লে কেগান মেথ ও শিঙ্গিরাই মাসাকাদজা ২১ রান করে করেন।
এর আগে প্রথম দিন চার উইকেটে করা ২১৭ রান নিয়ে ব্যাট করতে নামে স্বাগতিক দল। এলটন চিগুম্বুরাকে (১২) রুবেল এবং রিচমন্ড মুতুমবামিকে (১১) সাজঘরে ফেরত পাঠান রবিউল।
রবিউল ও এনামুল সর্বোচ্চ তিন উইকেট দখল করেন। সোহাগ ও রুবেল দুটি করে উইকেট শিকার করেন।

This entry was posted in Cricket (ক্রিকেট) on by .

About Emani

I am a professional Graphic designers create visual concepts, by hand or using computer software, to communicate ideas that inspire, inform, or captivate consumers. I can develop overall layout and production design for advertisements, brochures, magazines, and corporate reports.

Leave a comment