mon_jole (nam nea karakari)চলচ্চিত্রের নাম মন জ্বলে। আর এই নামটি নিয়ে বর্তমানে চলচ্চিত্র পাড়ায় বলা চলে কাড়াকাড়ি ‍শুরু হয়েছে। ২০১৩ সালে পরিচালক সমিতিতে মন জ্বলে নামটি নিবন্ধন করেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। এর কিছু দিন পরেই যুগল পরিচালক অপূর্ব-রানা তাদের সিনেমায় এ নামটি ব্যবহারের জন্য পরিচালক সমিতিতে নিবন্ধন করতে গিয়ে ফিরতে হয়েছে ।
সম্প্রতি একই নামটির জন্য পরিচালক সমিতিতে গিয়েছিলেন গুণী নির্মাতা মালেক আফসারী। তাকেও একইভাবে ফিরে আসতে হয়েছে। তবে নামটি ঠিক করার আগে কারোই জানা ছিলো না এটি পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে।
পরবর্তীতে পরিচালক মালেক আফসারী মন জ্বলে নামটি নিজের সিনেমায় নেয়ার জন্য দেবাশীষ বিশ্বাসকে অনুরোধ করলে তিনি নামটি দিতে অপারগতা প্রকাশ করেন। এর পরে মালেক আফসারীর সিনেমাটির জন্য চিত্রনায়ক জায়েদ খান ও সোহানুর রহমান সোহান মন জ্বলে নামটি ছেড়ে দেয়ার জন্য দেবাশীষ বিশ্বাসকে অনুরোধ করলেও রাজি হননি তিনি।
এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস ক্ষিপ্ত হয়ে বলেন, ‘আমি যখন ভালোবাসা জিন্দাবাদ শিরোনামে সিনেমা নির্মাণ করি, তার কিছুদিন পরেই মতিন রহমান নির্মাণ করেন মহব্বত জিন্দাবাদ। এর পরে আমার হিরো গিরি শিরোনামের সিনেমার নাম ঘোষণার কয়েকদিন পরেই শুনি যে বস গিরি, পুলিশ গিরি সিনেমার নাম ঘোষণা করা হয়। আমার কথা হলো আমি যখনই সিনেমার নাম ঠিক করি তখনই আমার নামের কাছাকাছি অথবা আমার নামটিই তাদের প্রয়োজন হয়?’
তিনি আরো বলেন, ‘মন জ্বলে সিনেমার নাম ২০১৩ সালে পরিচালক সমিতিতে নিবন্ধন করেছি। এর স্ক্রিপ্টও লেখা শেষ হয়েছে। এটির স্ক্রিপ্ট লিখেছেন কমল সরকার। সিনেমাটির গল্পের ওপর নির্ভর করেই নাম ঠিক করা হয়েছে এবং শিল্পীকেও চুক্তিবদ্ধ করানো হয়েছে। তাই এ সিনেমার নাম কাউকে দিব না। এ বছরই এ সিনেমার কাজ শুরু করবো।’
এদিকে মালেক আফসারী এ প্রসঙ্গে বলেন, ‘জায়েদ খান-পরীমনি ও জয়-সুষমাকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করছি। ইতিমধ্যেই সিনেমাটিতে এদেরকে চুক্তিবদ্ধ করানো হয়েছে। সিনেমার নাম এখনো ঠিক করা হয়নি। মন জ্বলে রাখতে চাচ্ছিলাম। কিন্তু এ নামটি দেবাশীষ পরিচালক সমিতিতে নিবন্ধন করেছেন। উনি যদি নামটি আমাদের দেন তাহলে মন জ্বলে রাখা হবে। এছাড়া এ সিনেমার সবাই জ্বলে মন নাম রাখতে বলছেন।’
তিনি আরো বলেন, ‘দেবাশীষ বিশ্বাস আমাদের নিজেদেরই লোক। উনি চাইলে নামটি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর না দিলে নাম পরিবর্তন করে দিব। কারণ সেওতো ছবিটা নিয়ে স্বপ্ন দেখছেন। কারো মনে কষ্ট দেয়া ঠিক নয়। কিছুদিনের মধ্যে নাম ঠিক করে আগামী ১৫ ফেব্রুয়ারি সিনেমার শুটিংয়ের কাজ শুরু করবো।’
মালেক আফসারী পরিচালিত নাম ঠিক না হওয়া এ সিনেমার বেশির ভাগ শুটিং হবে পিরোজপুরের বিভিন্ন লোকেশনে। এছাড়াও এর শুটিং হবে খুলনা মংলা বন্দর এবং সুন্দরবনের কিছু লোকেশনে। আলী আকরাম শুভর কম্পোজিশনে এতে মোট পাঁচটি গান থাকবে। গানগুলো এখনো রেকর্ডিং করা হয়নি।
এদিকে দেবাশীষ বিশ্বাসের মন জ্বলে সিনেমাটিতে ২০১৪ সালেই চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

Advertisements