joti, joty‘আমার চরিত্রের নাম ফ্লোরা, মোশাররফ করিমের স্ত্রী। মোশাররফ করিম তাঁর স্ত্রীকে এত ভালবাসে, যেন এক পাগল প্রেমিক স্বামী। এই ভালোবাসার জন্য সে ঠিকঠাক ভাবে কাজও করতে পারেনা, আবার তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুর সাথে জড়িয়ে সন্দেহ করা শুরু করে বউকে। রাগ করে একদিন ফ্লোরা বাবার বাড়ি চলে যায়, স্বামীর ভালোবাসা আর পাগলামিতে সে ফিরেও আসে, বন্ধুর সাথে ভুল বোঝাবুঝির অবসানও হয়, নতুন করে কাজও শুরু করে, সন্তান আর নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখা শুরু করে। আর এই সব কিছুর মুলে রয়েছে এক যাদু, ফ্লোরা। কি সেই যাদু তা জানতে হলে দেখতে হবে ‘যাদুর নাম ফ্লোরা’- বলছিলেন জ্যোতিকা জ্যোতি।
নির্মাতা বর্ণ নাথ’র পরিচালনায় নাটকটির নাম ‘যাদুর নাম ফ্লোরা’। মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে নাটকটি প্রচারিত হবে চ্যানেল আইতে। নাটকটিতে জ্যোতির সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম।
মোশাররফ করিম প্রসঙ্গেও বললেন জ্যোতি- ‘মোশাররফ ভাই বরারবরের মতোই একজন ভালো কো-আর্টিস্ট, অভিনয়ের ভাবনাগুলো শেয়ার করে, ফলে খুব সহজেই চরিত্রে ঢুকে যাওয়া যায়। কাজের প্রতি খুব সিরিয়াস থাকে এবং একজন পরিশ্রমী শিল্পী, আমি নিজেও তেমনি। তাই মোশাররফ ভাইয়ের সাথে কাজ পড়লে কাজটা মনযোগ আর আনন্দের সাথে করা যায়। আর সে থাকলে সেটে প্রচুর মজা হয়।’
বিকেলেই প্রচারিত হচ্ছে নাটকটি। সকালে কথা হচ্ছিলো জ্যোতির সঙ্গে। বললেন, একটা মিটিং এ যেতে হচ্ছে। চেষ্টা করবো নাটকটা দেখার। এমনিতে টিভিতে নাটক প্রচারিত হলে আমি সাধারণত নাটক দেখার চেয়ে নিজের অ্যাক্টিংয়ের খুঁটিনাটি ব্যাপারগুলো দেখি। কেমন কাজ করলাম, কোথাও কোন সমস্যা ছিলো কি না এসব দেখতে দেখতেই নাটক শেষ হয়ে যায়।’
সম্প্রতি জ্যোতি অভিনীত ‘অনিল বাগচীর একদিন’ মুক্তি পেয়েছে। এ নিয়ে দারুন ফর্মে আছেন এ অভিনেত্রী। ব্যস্ত আছেন টুকটাক একঘন্টার নাটক আর বিবিসির ধারাবাহিক ‘উজান গাঙ্গের নাইয়া’ নিয়ে। ফোন রাখার সময় জ্যোতি মনে করিয়ে দিলেন, ও আজ রাত ৮টা ৪০ মিনিটে ‘উজান গাঙ্গের নাইয়া’ প্রচারিত হবে। এটিএন বাংলায়। বলবেন পাঠকদের…’

Advertisements