dipikaরণবীর সিংহই দীপিকার বয়ফ্রেন্ড এমন সরল স্বীকারোক্তি দিয়েছেন স্বয়ং দীপিকা! এত দিনের জল্পনাকে অবশেষে সত্যি প্রমাণ করলেন নায়িকা। রণবীর সিংহের সঙ্গে তার প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেন। সম্প্রতি সকলের সামনে রণবীরকে ‘বয়ফ্রেন্ড’ বলে ডেকে চমকে দিয়েছেন তিনি। বিষয়টা ঠিক কী? ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে রণবীরের কাছে জানতে চাওয়া হয় দীপিকার সঙ্গে অভিনয় করতে তিনি কতটা স্বচ্ছন্দ? রণবীর উত্তর দেওয়ার আগেই তা নিয়ে প্রবল আপত্তি তোলেন দীপিকা। বলেন, ‘‘আমার বয়ফ্রেন্ডকে এমন প্রশ্ন করা একদম ঠিক নয়।’’ঠিক এ মন্তব্যের পরই বি-টাউনে এই জুটিকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, রণবীর প্রকাশ্যে অনেক কিছু বললেও এত দিন এই সম্পর্ক নিয়ে মুখ খোলেননি দীপিকা। অবশেষে মিলল তারও স্বীকৃতি। আগেই দীপিকা জানান, ‘‘অনেকেই রণবীরের বুদ্ধিমত্তার পরিচয় পাননি। তাদের কাছে হয়তো রণবীর নেহাতই এক জন জোকার। যে শুধু লাফালাফি করতেই জানে। কিন্তু আমার কাছে সে ভীষণই সংবেদনশীল এবং আবেগপূর্ণ ব্যক্তিত্ব।’’ এ বার ‘বয়ফ্রেন্ড’ বলে রণবীরের সঙ্গে তাঁর সম্পর্কে সিলমোহর দিলেন নায়িকা।

Advertisements