smokeআপনি কি অতিরিক্ত ধূমপান করেন? আপনার এই বদঅভ্যাস কী ভাবে আপনার সন্তানের ক্ষতি করছে জানেন? নতুন এক গবেষণা জানাচ্ছে, প্যাসিভ স্মোকিং থেকে ওজন বাড়ে শিশুদের।
জর্জিয়া অগাস্টা ইউনিভার্সিটির ক্লিনিকাল হেলথ সাইকোলজিস্ট ক্যাথরিন ডেভিস ২২০ জন অতিরিক্ত ওজনের শিশুর উপর এই গবেষণা চালান। সেই গবেষণায় উঠে এসেছে শিশুদের ভুঁড়ি বাড়ার অন্যতম কারণ প্যাসিভ স্মোকিং।
শুধু শিশু বয়সে নয়, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও ওজন বাড়ায় প্যাসিভ স্মোকিং। তবে গবেষকরা জানাচ্ছেন, শিশুদের উপর এর প্রভাব পড়ে অনেক বেশি।

Advertisements