mashrafiমাশরাফি বিন মূর্তজা- এই নামটির সাথে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। নতুন করে কিছু বলতে গেলে বলতে হবে তার নতুন কাজের কথা। ঠিক তেমনই একটি নতুন কাজ করলেন সম্প্রতি মাশরাফি। সম্প্রতি তিনি আগামী এক বছরের জন্য প্রাণ ড্রিংকিং ওয়াটার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। আর সেই চুক্তির অংশ হিসেবে তিনি গতকাল বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) প্রাণ ড্রিংকিং ওয়াটারের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে শুটিং এ অংশগ্রহণ করেন। আদনান আল রাজীবের পরিচালনায় নির্মিত হচ্ছে বিজ্ঞাপনটি। জানা গেছে,আগামী মাস থেকে বিভিন্ন টিভি চ্যানেলে বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে। উল্লেখ্য,এর আগেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই গর্বিত অধিনায়ক কুল শেভিং ফোম, গুডনাইট ফাস্ট কার্ড, গদরেজ এক্সপার্ট হেয়ার কালার এবং রবির কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসবে কাজ করেছেন।

Advertisements