JEET_MANNAভারত তথা পশ্চিমবঙ্গের নবাগত শিল্পীদের কাজ নিয়েও এ দেশে আলোচনা হয়, মিডিয়াতে খবর বের হয়। কিন্তু বাংলাদেশের তারকাশিল্পীরা কলকাতার দর্শকের কাছে কিংবা মিডিয়াতে  অনেকটা কোণঠাসা। দিনের পর দিন এমন চিত্র লক্ষ্য করা গেছে। তবে এবার ঘটলো উল্টো।
মজার ব্যাপার হচ্ছে, কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ অমর নায়ক মান্নার ভক্ত। জনপ্রিয় এই অভিনেতার সব সিনেমাই তিনি দেখেছেন। জিৎ মান্নার মতো হতে চান!
তবে এমনটি বাস্তবে নয়, দেখা যাবে বড়পর্দায়। ‘বাদশা’ নামের ছবিটিতে জিৎ অভিনয় করছেন মান্নার ভক্ত হিসেবে। এতে তার নায়িকা ‘আশিকী’খ্যাত নুসরাত ফারিয়া। শুরুতে এর নায়িকা নির্বাচিত হয়েছিলেন নবাগতা জলি।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে ছবিটির দৃশ্যধারণ শুরু হয়েছে। টঙ্গীর আনারকলি সিনেমা হলের সামনে ছবির নায়ক-নায়িকা ছাড়াই হলো মহরত। যৌথ প্রযোজনার ‘বাদশা’র শুটিংয়ে অংশ নেওয়ার জন্য ঢাকায় আসার কথা রয়েছে জিতের। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত ছবিটিতে আরও আছেন ফেরদৌস, রেবেকা, নাদের চৌধুরী, রজতাভ দত্ত প্রমুখ।

Advertisements