05-singapore_skylineবিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুরের নাম। ৬৩টি দ্বীপের সমন্বয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের মূল দ্বীপ সিঙ্গাপুর হলো এর রাজধানী। এ শহরটিকে পুলাউ উজং নামেও ডাকা হয়। ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় সিঙ্গাপুরের পরেই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ, হংকং, সুইজারল্যান্ডের জেনেভা ও ফ্রান্সের প্যারিস।
বিশ্বের ২০৩টি দেশের ওপর ইআইইউ-এর পরিচালিত সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। জনসাধারণের জীবনমান, দ্রব্যমূল্য, শক্তির ব্যবহার, স্বাস্থ্যসেবার মান, প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট দেশের মুদ্রার মানসহ নানা বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে এ তালিকা প্রস্তুতে।
ব্যয়বহুল শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন। আর সপ্তম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
তালিকায় সর্বনিম্নে ঠাঁই হয়েছে জাম্বিয়ার রাজধানী লুসাকার। অর্থাৎ বিশ্বের সবচেয়ে সস্তা শহর এটি। আর এর ঠিক পরেই রয়েছে ভারতের দুই শহর ব্যাঙ্গালোর ও মুম্বাই।

Advertisements