amir-salman-sharukhশাহরুখ-সালমান বা সালমান-আমিরকে এক ছবিতে দেখা যাওয়া আশ্চর্য কিছু না। কিন্তু শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে আমির! ব্যাপারটা হজম হওয়া মুশকিল। এই দুই খানের মধ্যে যা ঠান্ডা যুদ্ধ চলে, তাতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা শোনা গেলে, তা বিশ্বাস করা একটু কঠিন হয় বৈকি। এঁরা একসঙ্গে ছবি তুললেই তা পেজ থ্রির টপ স্টোরি হয়ে যায়। আর সিনেমা করলে তো কথাই নেই।
তবে সত্যিই কিন্তু ব্যক্তি শাহরুখ আর ব্যক্তি আমির স্ক্রিন শেয়ার করছেন না। পরিচালক ইকবাল সুলেমানের ছবির নাম আমির, সলমান শাহরুখ । ছবিতে এঁদের তিনজনের ভূমিকায় যাঁরা অভিনয় করছেন, তাঁদের সাজানোও হয়েছে বাদশা, সল্লু মিঞা আর মিস্টার পারফেকশনিস্টের স্টাইলে।
এই তিনজনের নাম ব্যবহার করায় সুলেমান নিজে একটু চাপেই আছেন। তিনি জানিয়েছেন, “আশা করি কোনও সমস্যা হবে না।”

Advertisements