Kareenaবলিউড মহলে এখন জোর গুঞ্জন চলছে কারিনা কাপুর খান মা হতে যাচ্ছেন। এই বিষয়ে কারিনা ও তার স্বামী সাইফ আলি খান আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা দেননি। তারপরও এই বিষয় নিয়ে কানকথা থেমে নেই।
ইউনিসেফ আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী। সে সময় তার পরনে ছিলো প্রিন্টের আনারকলি। তবে তার যে বিষয়টি সবার নজর কেড়েছে সেটি হলো, পুরো অনুষ্ঠান জুড়ে ওড়না দিয়ে বাম হাতের সাহায্যে নিজের বেবি বাম্প (গর্ভাবস্থা) লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী। এ ছাড়া তার ধীরে ধীরে হাঁটা-চলা ও চেয়ার থেকে ওঠার ভঙ্গিতেও না-কি মনে হচ্ছিলো তিনি গর্ভবতী।
এখানেই শেষ নয়, অনুষ্ঠানে মেয়েদের সঙ্গে খেলতে গিয়ে নিজের প্রতি বেশ সচেতন ছিলেন বেবো (কারিনার ডাকনাম)। সে সময় নিচের দিকে ঝুঁকতেও নারাজি ছিলেন তিনি। এতে মনে করা হচ্ছে, সম্ভবত কোনো সুসংবাদ শুনতে যাচ্ছেন কারিনার ভক্তরা।

Advertisements