Sakib2-.jpgশাকিব খান ও সাকিব আল হাসান দু’জনই নিজ নিজ অঙ্গনে জ্বলজ্বলে তারকা। দু’জনই মেষ রাশির জাতক। দুজনের নামের উচ্চারণ একই। তবে একজন নামের শুরুতে তালব্য-শ আর অন্যজন দন্ত্য-স লেখেন। রূপালি পর্দা আর ক্রিকেটের এ দুই তারকা অংশ নিলেন একই টিভি অনুষ্ঠানে। এটি তৈরি হয়েছে একুশে টিভির ঈদ অনুষ্ঠানমালার জন্য। উপস্থাপনা করছেন ফারহানা নিশো।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ঢাকার একটি স্টুডিওতে এর চিত্রায়নে অংশ নেন শাকিব খান ও সাকিব আল হাসান। এখানে তারা নিজেদের কাজ, ব্যক্তিজীবন, ভক্তসহ নানান বিষয়ে কথা বলেছেন।

Advertisements