pele olympic.jpgতার দেশে অলিম্পিক। আর কিছুদিন বাদেই। অনেকেই বলছেন ব্রাজিল এখনও প্রস্তুত নয় অলিম্পিকের জন্য। শ্রমিক অসন্তোষ, স্টেডিয়াম তৈরির কাজ অসম্পূর্ণ, সেই সঙ্গে জিকা ভাইরাসের প্রকোপ। কিন্তু এত প্রতিবন্ধকতা, এত সমালোচনার ভিড়েও তিনি অলিম্পিকের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। তাই তো দেশের আবেগ, দেশের সংস্কৃতি, দেশের ঐতিহ্যকে মাথায় রেখেই অলিম্পিকের জন্য গান লিখেছেন পেলে!
চমকের পালা কিন্তু এখানেই শেষ নয়। ইতিমধ্যে সেই গান রেকর্ডও করে ফেলেছেন তিনি! ফুটবল সম্রাট নিজেই এ খবর জানিয়েছেন অনুরাগীদের।
পেলে টুইট করেছেন, ‘হ্যাঁ, আমি গান লিখেছি। অলিম্পিকের জন্য। এই বিশেষ গানটি হল, এসপারেনকা। এসপারেনকার রেকর্ডিং হয়ে গেছে। আর তর সইছিল না। আপনাদের জানাতেই হত। ১৫ জুলাই এই গানটি অফিসিয়ালি মুক্তি পাবে।’ পেলে যে অলিম্পিক নিয়ে রোমাঞ্চিত, তা তাঁর এই উদ্যোগের মাধ্যমেই পরিষ্কার।

 

Advertisements