Imon-sporshia.jpgঅপু সহজ সরল ছেলে। আবার অপুই মারকুটে! তবে দুই অপু একই মানুষ নয়। মারকুটে অপু হলো এক তরুণী। একই নামের এ দুটি চরিত্রে অভিনয় করলেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী স্পর্শীয়া। ‘অপু ওয়েডস অপু’ নামের নাটকে দেখা যাবে তাদেরকে।
গল্পে পারিবারিকভাবে মেয়ের সন্ধান চলছে অপুর জন্য। কিন্তু কোনো মেয়েই তার মনে ধরে না। অবশেষে অপুকে দেখে তার পছন্দ হয়। কিন্তু অপুর বাবার শর্ত মেয়ের নাম পাল্টাতে হবে। এটি লিখেছেন রুম্মান রশীদ খান।
নাটকটির দৃশ্যধারণ শুরু হয়েছে ১৬ জুলাই। ১৭ জুলাই দ্বিতীয় দিনের মতো উত্তরার ক্ষণিকালয় বাড়িতে শেষ হবে কাজ। পরিচালনা করছেন মইনুল ওয়াজেদ রাজিব।
নাটকটি প্রসঙ্গে স্পর্শীয়া বলেন, ‘দুই মাস আগে ইমন ভাইয়ের সঙ্গে সাখাওয়াত মানিকের ‘অনুভবে অনুভূতি’ টেলিছবিতে কাজ করেছি। ‘অপু ওয়েডস অপু’ নাটকের গল্পটি বেশ মজার।’

Advertisements