vaggoban cat.jpgবিড়াল এবং বানরের মধ্যে বন্ধুত্ব দেখা যায় না বললেই চলে। কারণ বিড়াল এবং বানর একে অপরকে সহ্য করতে পারে না। কেউ কারো ত্রি-সীমানায় সাধারণত  ঘেষে না। কিন্তু সম্প্রতি বিড়াল এবং বানরের বন্ধুত্বের দারুন এক ভিডিও দেখে অভিভূত হয়েছেন অনেকেই। ভিডিওটি শেয়ার করেছেন টেরেসা বুলক, যিনি যুক্তরাষ্টের ওহিও রাজ্যের ফেলিসিটিতে ‘মিসফিটল্যান্ড’ নামক একটি খামার চালান।
ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ১৬ বছর বয়সী একটি ম্যাকাও বানর বন্ধুত্ব পাতিয়েছে বিড়ালের সঙ্গে। ‘স্নিকার্স’ নামক ভাগ্যবান এই বিড়ালের প্রতি ম্যাকাও বানরটির পরিচর্যা ও বিড়ালের আরাম দৃশ্য মুগ্ধ করার মতো।
‘বাগস বুলক’ নামক এই ম্যাকাও বানরটি স্লিকার্স নামক বিড়ালটিকে সবসময়ই পরম যত্নে শরীর ম্যাসেজ করে দিয়ে থাকে। আরামে বিড়ালের ঘুম এসে যাওয়ার অবস্থা। এরকম বিড়াল ভাগ্য পেতে চায় হয়তো সকল বিড়াল-ই।

ভিডিওতে দেখুন…

Advertisements