3 badhu.jpg‘করেই ফেললাম বিয়েটা’-বিয়ের কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী শামীমা তুষ্টি। ছবিতে তুষ্টির সঙ্গে শামীমা নাজনীন ও নোভাকেও দেখা গেলো। তাহলে তারা কে? সেই প্রশ্নই ছিলো তুষ্টির কাছে। জানালেন, ‘তারা আমার সতীন।’
বিষয়টি আরও খোলাসা করলেন এভাবে, ‘বাবর মিয়ার হেলিকপ্টার’ নামে একটি নাটকে আমরা অভিনয় করছি। গল্পের বাবর মিয়া সৌদি আরব থাকেন। তার স্ত্রী শামীমা আপা একসময় জেনে যান সৌদি শেখদের অনেকগুলো স্ত্রী থাকে। তাই নিজের স্বামীর একাধিক বিয়ের ব্যবস্থা করেন। আমি ও নোভার তার প্রতিবেশি। আমাদের দুজনের সঙ্গেই তার স্বামীর বিয়ে দেন।’
নাটকটি পরিচালনা করেছেন এমআর মিজান। এতে বাবর মিয়ার ভূমিকায় অভিনয় করেছেন কামাল হোসেন বাবর। অন্যান্য চরিত্রে আছেন ফারুক আহমেদ, সোহান খানসহ অনেকে। কোরবানির ঈদে বাংলাভিশনে  প্রচারিত হবে নাটকটি।

Advertisements