IGP Feni.jpgআইজিপি এ কে এম শহিদুল হক বলেছেন, ‘মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয় না। শোলাকিয়া ও গুলশানে হামলাকারীরা কেউ মাদ্রাসার ছাত্র নয়। একসময় বলা হতো কওমি মাদ্রাসায় জঙ্গি সৃষ্টি হয়। শোলাকিয়া ও গুলশানে হামলার পর প্রমাণিত হয়েছে মাদ্রাসা নয়, ইংলিশ মিডিয়াম স্কুল ও প্রাইভেট ভার্সিটির ছাত্ররা জঙ্গিবাদের সাথে জড়িত।’
বৃহস্পতিবার দুপুরে ফেনীতে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সুধী সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। ফেনী জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক এর সভাপতিত্বে শহরের মিজান ময়দানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম রেঞ্চের ডিআইজি সফিকুল ইসলাম, ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহমদ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান বিকম, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর রউপ, হেফাজতে ইসলাম বাংলাদেশের ফেনী জেলা সভাপতি মাওলানা আবুল কাশেম প্রমুখ।
সমাবেশ শেষে আইজিপি ফেনীর বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির নতুন ভবনের উদ্বোধন করেন।

Advertisements