রিও অলিম্পিকের চতুর্থ দিনে গুরুত্বপূর্ণ অনেক কিছুই ঘটেছে। যার মধ্যে যুক্তরাষ্ট্রের সাঁতারু বিশ্ব সেরা অলিম্পিয়ান মাইকেল ফেলপস রিওতে তৃতীয় এবং অলিম্পিকে মোট ২১তম স্বর্ণপদক জয় করেছেন। হাঙ্গেরির ‘লৌহমানবী’ খ্যাত সাঁতারু কাতিনকা হোসসুও তিনটি স্বর্ণপদক অর্জন করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মহিলা সাঁতারু কেটি লেডিকি বিরল ট্রেবল জয়ের পথে হাঁটছেন।
যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকের মহিলা দল ‘ফাইনাল ফাইভ’ গ্রেট ব্রিটেনকে পঞ্চমস্থানে ফেলে জিতেছে স্বর্ণপদক। রাগবিতে নিউজিল্যান্ডকে হারিয়ে স্বর্ণপদক পেয়েছে অস্ট্রেলিয়ার নারী দল। চতুর্থ দিনে একটি অঘটনও ঘটেছে। রিও থেকে বিদায় নিয়েছেন টেনিসের আরেক শীর্ষ তারকা সেরেনা উইলিয়ামস।
তবে এসব কিছুকে ছাপিয়ে পদক অর্জনের ক্ষেত্রে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্রই। চতুর্থ দিন শেষে পদক তালিকার শীর্ষস্থানটি তারাই ধরে রেখেছে। প্রথম থেকেই তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আসা চীন এখনও তাদের পরের স্থানটিতেই রয়েছে।
তৃতীয় দিন শেষে যুক্তরাষ্ট্র ও চীনের স্বর্ণপদকের সংখ্যা সমান ৫টি হলেও চতুর্থ দিন শেষে এগিয়ে গিয়েছে মার্কিনিরা। পদক তালিকায় যুক্তরাষ্ট্রের আধিপত্য স্পষ্টতই চোখে পড়ছে।
এ প্রতিবেদনটি লেখা অবধি শেষ খবর অনুযায়ী যুক্তরাষ্ট্র ৯টি স্বর্ণসহ মোট ২৬টি পদক জিতেছে। তাদের পরেই চীন ৮টি স্বর্ণপদকসহ মোট ১৭টি পদক জিতেছে।
এক নজরে এবারের আসরে শীর্ষস্থানীয় দেশগুলোর পদক সংখ্যা দেখে নেওয়া যাক:
দেশ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট পদক |
যুক্তরাষ্ট্র | ৯ | ৮ | ৯ | ২৬ |
চীন | ৮ | ৩ | ৬ | ১৭ |
হাঙ্গেরি | ৪ | ১ | ১ | ৬ |
অস্ট্রেলিয়া | ৪ | ০ | ৫ | ৯ |
রাশিয়া | ৩ | ৬ | ৩ | ১২ |
ইতালি | ৩ | ৪ | ২ | ৯ |
দক্ষিণ কোরিয়া | ৩ | ২ | ১ | ৬ |
জাপান | ৩ | ১ | ১০ | ১৪ |
ফ্রান্স | ২ | ৩ | ১ | ৬ |
থাইল্যান্ড | ২ | ১ | ১ | ৪ |
গ্রেট ব্রিটেন | ১ | ৩ | ২ | ৬ |
জার্মানি | ১ | ২ | ০ | ৩ |
সুইডেন | ১ | ২ | ০ | ৩ |
ব্রাজিল | ১ | ১ | ০ | ২ |
(আগস্ট ১০, ২০১৬)