উৎসবেই কেন মুক্তি পায় খানত্রয়ীর সিনেমা?


aamir shahrukh and salmanবলিউডের খানত্রয়ী হিসেবে পরিচিত শাহরুখ, সালমান ও আমির খান। বক্স অফিস রীতিমতো শাসন করেন তারা। সাধারণত কিছু ব্যতিক্রম বাদ রেখে সিনেমা মুক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট কোনো উৎসবকেই বেছে নেন এই তিনজন। যেমন, সালমান তার সিনেমা মুক্তি দেন ঈদে। অন্যদিকে দিওয়ালি ও ক্রিসমাসে সিনেমা মুক্তি দেন শাহরুখ ও আমির।
আমির খান প্রোডাকশনের পরবর্তী সিনেমা সিক্রেট সুপারস্টার। আসছে ক্রিসমাসে মুক্তি পাবে সিনেমাটি। ২ আগস্ট এর ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে হাজির হন আমির। এ সময় তাকে প্রশ্ন করা হয়- সিনেমা মুক্তির জন্য নির্দিষ্ট এই দিনগুলোই কেন বেছে নেন তারা?
এ প্রসঙ্গে আমির খান বলেন, ‘আমরা যখন একটি সিনেমা নির্মাণ করি তখন সেটি ভালো সময়ে মুক্তি দেয়ার চেষ্টা করি। কোনো উৎসবে মুক্তি দেয়া হয় কারণ এ সময় বেশির ভাগ মানুষ ছুটিতে থাকেন। ফলে তারা সিনেমাটি দেখতে পারেন।’
সিক্রেট সুপারস্টার ছাড়াও ঠগস অব হিন্দুস্তান সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন আমির খান। সিনেমাটিতে আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, ফাতিমা সানা শেখ, ক্যাটরিনা কাইফ প্রমুখ। আগামী বছর দিওয়ালিতে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

Leave a comment