এক রজনীর জন্য ৮০ ক্যামেরা


তামিল ফিল্মি দুনিয়ার সুপার হিরো রজনীকান্তের সুপার পাওয়ারে কোনো শেষ নেই। তিনি এটা নিত্যনতুনভাবে প্রমাণ করে চলছেন। তার তুঘলকি ক্ষমতার এবারের দৃষ্টান্ত হলো ‘কোচাড়িয়া’। যা হবে ভারতের প্রথম থ্রি-ডি ‘মোশন ক্যাপচার’ (এমওসিএপি) টেকনোলজির ছবি। যেখানে এক রজনীকান্তের জন্য ব্যবহার করা হবে ৮০ টি ক্যামেরা।

এই ছবির প্রযোজক ড. মুরলি মনোহার জানান, মোশন ক্যাপচার টেকনোলজিতে চলচ্চিত্র নির্মাণ করতে গেলে অভিনেতার প্রতিটি গতিবিধি ক্যামেরাবন্দি করতে হয়। পরে সেই গতিবিধিকে অ্যানিমেটেড রূপ দেয়া হয়।

মুরলি বলেন, “আমরা নিখুঁতভাবে রজনীকান্তকে অ্যানিমেটেড রূপ দান করতে চাই। রজনীর গতিবিধিগুলো যতো ভালো এবং সূক্ষ্মভাবে ধারণ করা যাবে, ‘কোচাড়িয়া’ ততোই নিখুঁত হবে। এজন্যই আমরা রজনীর প্রতিটি দৃশ্য ধারণের জন্য ৮০ টি ক্যামেরা ব্যবহার করছি। যেনো আমরা কিছু বাদ দিয়ে না যাই।”

এর আগে, বলিউডে এই প্রযুক্তিতে কোনো ছবি তৈরি হয়নি। জেমস ক্যামরনের ‘অবতার’ এবং স্টিভেন স্পিলবার্গের ‘টিনটিন’ এই প্রযুক্তিতে তৈরি হওয়া এ যাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল ছবি। খুব শিহহিরি এই দুই মেগা বাজেট ছবির সঙ্গে ‘কোচাড়িয়া’ও যুক্ত হবে।

Leave a comment