সাফ চ্যাম্পিয়নশিপ : বাংলাদেশের বিদায়


নবম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সেই সাথে কপাল পুড়েছে পাকিস্তানেরও। মালদ্বীপ বাংলাদেশের বিপক্ষে তিন খেলার তিনটিতে ড্র করেও সেমিফাইনালে যেতে পারলো না পাকিস্তান। মঙ্গলবার গ্রুপ-বির শেষ ম্যাচে মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। সাফ চ্যাম্পিয়নশিপের তিন খেলায় বাংলাদেশের অর্জন মাত্র ১ পয়েন্ট। প্রথম খেলায় পাকিস্তানের সাথে ০-০ গোলে ড্র করলেও দ্বিতীয় খেলায় নেপালের কাছে ১-০ গোলে এবং তৃতীয় খেলায় মালদ্বীপের কাছে ৩-১ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে পড়ে নিকোলা ইলিয়েভস্কির শিষ্যরা।
মঙ্গলবার দিনের প্রথম খেলায় নেপাল-পাকিস্তান ড্র হওয়ায় বাংলাদেশের সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখা দিয়েছিল। মালদ্বীপকে হারাতে পারলেই সেমিফাইনালে জায়গা করে নিতো বাংলাদেশ। মালদ্বীপকে হারানো তো দূরের কথা উল্টো ৩-১ গোলে শোচনীয়ভাবে হেরেছে সুজন-এমিলিরা। সাফ ফুটবলের গ্রুপ-বি’র শেষ খেলায় মালদ্বীপ জয়ী হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে তারা। সমান সংখ্যক পেয়েন্ট পেয়ে গোল গড়ে পিছিয়ে পড়ায় গ্রুপ রানার্স আপ হয় নেপাল। ফলে ১২ বছর পর সাফ ফুটবলের সেমিফাইনালে ওঠলো নেপাল। ৯ মিনিটে মালদ্বীপের আহমেদ তারিক হেডের সাহায্যে গোল করে নিজ দলকে এগিয়ে দেন (১-০)। এরপর ১৭ মিনিটে আহমেদ তারিক আরো একটি দর্শনীয় গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় মালদ্বীপ। ৩০ মিনিটে বাংলাদেশের শাহেদুল আলম শাহেদ একটি গোল করে ব্যবধান কমান (২-১)। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকে মালদ্বীপ। ৭০ মিনিটে মালদ্বীপের আলী আশফাক গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মালদ্বীপ। সেইসাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল নিশ্চিত করে মালদ্বীপ।

This entry was posted in Futbol (ফুটবল) on by .

About Emani

I am a professional Graphic designers create visual concepts, by hand or using computer software, to communicate ideas that inspire, inform, or captivate consumers. I can develop overall layout and production design for advertisements, brochures, magazines, and corporate reports.

Leave a comment