সমকামীদের সমর্থন থেকে পিছু হটলেন রোমান যাজকরা


roman jajokসমকামীদের সমর্থন দেবার একটি নীতিমালা থেকে পিছু হটেছেন রোমান ধর্ম যাজকরা। এর আগে ধারণাকরা হচ্ছিলো নীতিমালাটি গ্রহণ করা হবে। কিন্তু শনিবার ধর্ম যাজকদের বৈঠকে নীতিমালাটি থেকে সরে আসার বিপক্ষেই ভোট পড়ে বেশি।
দুই সপ্তাহ সময় ধরে নীতিমালাটি নিয়ে বৈঠকে বসেন পৃথিবীর সব দেশে থেকে আসা প্রায় ২০০ ধর্মযাজক। বৈঠকে বলা হয়, এ নীতিমালা গৃহীত হলে তা বিভক্তিকে আরো বাড়িয়ে দেবে।
বৈঠকে অংশ নেয়া রক্ষণশীল যাজকরা বলেন, ‘‘সমকামীদের বিষয়টি মেনে নেয়া হলে তা বিশ্বাসীদের মধ্যে আরো বিভ্রান্তি তৈরি করবে। আর তা ঐতিহ্যবাহী পরিবারদের জন্য একটি হুমকিস্বরূপ।’’
এদিকে নীতিমাল গৃহীত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছে সমকামী গ্রুপগুলো।
ক্যাথলিক সমকামীদের অধিকার রক্ষা গ্রুপ ‘নিউ ওয়েজ মিনিস্ট্রি’র নির্বাহী পরিচালক ফ্রান্সিস ডি বার্নাদ্রো বলেন, ‘‘এটা খুবি হতাশাজনক যে যাজকরা তাদের সভায় সমকামীদের সমর্থন দেননি।’’-রয়টার্স।

Leave a comment